নোয়াখালী বিভাগের দাবীতে বুকে স্লোগান বেধে গুলিস্তানে দাঁড়ালেন হিরো আলম
উপমহাদেশের কিংবদন্তী অভিনেতা এবং নোয়াখালীর কৃতি সন্তান হিরো আলম এবার নোয়াখালী বিভাগের দাবীতে রাস্তায় দাঁড়ালেন। আজ সকালে “নোয়াখালী বিভাগ চাই” প্লাকার্ড বুকে বেধেঁ গুলিস্তানে মোড়ে একা দাঁড়িয়ে থাকতে দেখা যায় হিরো আলমকে। এসময় তিনি চগড় বগড় করে এদিক ওদিক তাকাচ্ছিলেন। আর আনমনে বিড়বিড় করে স্লোগান দিচ্ছিলেন।
হিরো আলমকে এতো কাছে পেয়ে গুলিস্তানে মোড়ে হাজারো লোকের সমাগম হয়ে যায়। অনেক তরুনীকে হিরো আলমের বিভিন্ন অঙ্গ একটুখানি ছুঁয়ে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়তে দেখা যায়। তবে হিরো আলম ছিলেন নীতির প্রতি অটল ও অবিচল ! তার একটাই দাবী “নোয়াখালী বিভাগ চাই” !
হিরো আলমের কাছে জানতে চাওয়া হয়‚ ‘যদি তার দাবী না মানা হয় তাহলে সে কি করবে?’ জবাবে হিরো আলম জানায়‚ শাউয়া করবে।