মসজিদে আনাগোনা বেড়েছে এসএসসি পরিক্ষার্থীদের
গত
কয়েকদিন থেকেই ঢাকাসহ সারা দেশের মসজিদ গুলোতে ব্যাপক ভীড় দেখা যাচ্ছে। এত মানুষের
স্থান সংকুলান না হওয়ায় রাস্তার উপড়েই নামাজ পড়তে হচ্ছে মুসল্লীদের। আর এই
মুসল্লীদের বেশিরভাগই কিশোর বয়সের। হঠাৎ করেই কিশোরদের এই পরিবর্তন যেন কেয়ামতের
আলামত। আসন্ন কেয়ামত ভেবে বালের কন্ঠ সম্পাদক আরেকটি বিয়ে করে ফেলেন। কিন্তু পরে
রহস্যের উন্মোচন হয়। আলামত আসলে কেয়ামতের নয়, আলামত হল এসএসসি রেজাল্টের।
জানা
যায়, আগামী ৪ মে ২০১৭ এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতে যাচ্ছে।
রেজাল্ট
সামনে তাই পরিক্ষার্থীদের মসজিদ, মন্দির সহ বিভিন্ন ওপসনালয়ে আনাগোনা বেড়েছে। আর
সেই সাথে বেড়েছে দানের পরিমান। অনেকেই মানত করেছেন গোল্ডেন পেলে গরু কুরবানী দিবেন।
কেউ বা পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিশ্রুতি। আমরা একজন এসএসসি পরিক্ষার্থীর কাছে
জানতে চেয়েছিলাম, গোল্ডেন পেলে সে কি করার প্রতিশ্রুতি দিয়েছেন? উত্তরে সে বলেছিল,
‘পাশই হয় না, আর গোল্ডেন মারাইছেন’।