জাস্টিন বিবারের কন্সার্টে উত্তেজনায় তিন তরুণীর মূত্র ত্যাগ
বুধবার রাতে মুম্বাই মাতাল জাস্টিন বিবার। মুম্বাইয়ের
ডি ওয়াই পটেল স্টেডিয়াম রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ছিল শুধুই বিবারময়। ২৩ বছরের পপ
সেনসেশন স্টেজে ঢুকেন আতসবাজির মধ্যে দিয়ে। আর সঙ্গে সঙ্গেই দুলে উঠে ৪৫হাজার দর্শকে
ঠাসা গোটা স্টেডিয়াম।
প্রিয় তারকাকে এত কাছ থেকে দেখতে
পেয়ে হাজার হাজার তরুণী হাত দিয়ে ব্যাস্ত ছিলেন তালি বাজানোর কাজে। উত্তেজনায়
অনেকেই চিৎকার করে কান্না করেছিলেন। অজ্ঞান হয়ে গিয়েছিলেন অনেকেই। তবে সবচেয়ে
আলোচনায় এসেছে যে বিষয়টি তা হল চরম উত্তেজনায় তিন তরুণীর মূত্র ত্যাগ।
জাস্টিন বিবারের কনসার্টে গান শুরুর পরই দর্শকরা
বুঝতে পেরেছেন যে তারা প্রতারিত হচ্ছেন। কারণ জাস্টিনের গানের সাথে তার ঠোঁট মিলছিল
না। অর্থাৎ জাস্টিন লিপসিং করছিলেন। পকেটে জ্বালা ধরানো টিকিট কেটে কনসার্ট দেখতে
এসে এমন প্রতারণা মানতে পারেননি অনেক জাস্টিন ভক্তই।