বিয়ের আগেই লাগাতে চাইলে করনীয়
আর কিছুদিন পরেই বর্ষার দিন চলে
আসছে। সারাদিন ব্যাপী মুষলধারে বৃষ্টিতে ঘরে বসে অনেকেই বোরিং হয়ে যান। আর এসব
দিনে যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা সবারই লাগানোর ইচ্ছা জাগে। কিন্তু সবার মনেই
প্রশ্ন, “লাগানোর জায়গা কোথায়?” আর বিশেষ করে ঢাকা শহরে
লাগানোর জায়গা নেই বললেই চলে। কিন্তু ঢাকার বাইরে, যারা গ্রামে থাকেন তারা যখন মন
চায় তখনই লাগাতে পারেন। যেখানে খুশি সেখানেই লাগাতে পারেন।
প্রতিটি ছেলে বা মেয়ের বিয়ের আগে
কমপক্ষে একবার লাগানো দরকার। ভবিষ্যতের কথা ভেবেই বেশি করে লাগান। বিয়ের আগে না
লাগিয়ে অনেকেই হতাশায় ভোগেন। জায়গা না থাকলে বেডরুমে লাগান, বারান্দায় লাগান,
বাসার ছাদে লাগান। কারন গাছ লাগানোর এখনই উপযুক্ত সময়।