নোয়াখালি বিভাগ হলেই জল ছাড়বোঃ মমতা ব্যানার্জি
আমাদের হয়তো অনেকেরই অজানা। নোয়াখালি বাংলাদেশের একটি জেলা হলেও কলকাতার
মানচিত্রে এখনো নোয়াখালির অবস্থান রয়েছে। আর তাই বোধ হয় কলকাতার মানুষের নোয়াখালির
জন্যে এত টান।
পানি পানি করে দেশ যখন হাহাকার করছিলো, ঠিক সেসময় কলকাতার দাদারা জলকেলিতে
মত্ত ছিলো। ঘটনার প্রেক্ষাপটে সেই গানটির কথা মনে পড়ে যায়, ‘ফকির লালন মরে
জল পিপাসায় বড়লোকে খায় ফান্টা’। দাদারা কেবল বাঁশই দিয়ে গেলেন বুঝলেননা আমাদের মন্টা। দিলেন
আমাদের ঘণ্টা। মেরে দিলেন সুন্দরবন্টা।
পানির দাবিতে বার বার দিদির ফোনে মিসকল দেওয়ার পরেও তিনি কল ব্যাক করেননি। সর্বশেষ
তিনি বালের কণ্ঠ প্রতিনিধিকে ফোন করে জানান, ‘নোয়াখালি বিভাগ
না হলে এক চিমটি জলও দেবোনা’