পাছায় ফোড়ার কারণে প্যান্ট পরতে পারছেন না তৌসিফ মাহবুব
কিশোর অভিনেতা তৌসিফ মাহবুব আজকাল শিশু-কিশোরদের কাছে বেশ জনপ্রিয়। তবে
সম্প্রতি সে শারিরীক অসুস্থতায় ভুগছেন বলে জানা গেছে।
প্রচন্ড গরমে চারিদিকে অসুস্থতার হিরিক পড়ে গেছে। বিভিন্ন ছোঁয়াচে রোগে ভুগছেন
অনেক শিশু কিশোরই। যার মধ্যে চিকন-গু-নিয়া অন্যতম। আর শিশু অভিনেতা তৌসিফ এ রোগে
ভুগছেন বলে জানা গেছে। আরও জানা গেছে তার পাছায় এর প্রভাবে অনেক ফোঁড়া উঠেছে আর
তাই সে ঠিক মত বসতেই পারছেন না প্যান্ট তো দূরের কথা। লুঙ্গী এখন তার একমাত্র
ভরসা। তার সাথে কথা বলে জানা যায়, সালমন মুক্তাদিরের সাথে ঘোরাঘুরি করে তার এ রোগ
ধরেছে।