মেয়ের পিছনে না ঘুরে বডি বানাও মেয়ে এমনিতে পটে যাবেঃ এরশাদ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ
মানেই যেন রসে টইটম্বুর। যৌবনে তিনি ছিলেন ন্যাশনাল ক্রাশ। শত শত কিশোরী, যুবতি, মহিলা
এমনকি বৃদ্ধাদের মনেও এরশাদের জন্য ছিল আলাদা একটা জায়গা। যেকোন মেয়ে পটাতেও ওস্তাদ
ছিলেন তিনি। আর তার এই বিশেষ গুনের জন্যেই প্রেমিক পুরুষ হিসেবে দেশে ও বিদেশে তিনি
অনেক সুনাম অর্জন করেছেন।
বর্তমান প্রজন্মের ছেলেদের উদ্দেশ্যে এরশাদ বলেন,
“এখনকার ছেলেরা সব যেন ফার্মের মুরগী।
ঘরের মধ্যে বসে সারাদিন ফেসবুক আর বাপের টাকার গোয়া মারতে পারে শুধু। তারা মনে করে ফেসবুকে দুইটা ভাল ষ্টাটাস মারতে পারলেই বুঝি মেয়ে পটে যাবে।
আরে আবালের দল আমি নিজেও কবিতা লিখি। কবিতা দিয়ে মেয়ে পটানো যায় ঠিকই কিন্তু ভাল
খেলার জন্য বডি বানাতে হয়। ভাল খেলতে না পারলে মেয়ে পটিয়ে লাভ কি? আজ পর্যন্ত কেউ
বলতে পারবে না আমার খেলা খারাপ।“