হাতিপুর দুশ্চিন্তা চিকনগুনিয়া
সম্প্রতি ঢাকায় চিকনগুনিয়া নামের ভাইরাসজনিত জ্বরের
প্রকোপ দেখা যাচ্ছে। ক্রমেই এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকনগুনিয়া
মশাবাহিত একটি রোগ। ডেঙ্গু রোগের ভাইরাস যে এডিস মশা বহন করে, সেই মশাই চিকনগুনিয়া ভাইরাসের বাহক। এই রোগের নির্দিষ্ট
প্রতিকার নেই। লক্ষণ দেখে চিকিৎসা ঠিক করা হয়। বর্ষাকালে থেমে থেমে বৃষ্টি হয়।
বৃষ্টির পানি অনেকের বাসাবাড়ির ছাদে বা বারান্দার টবে জমে থাকে। আর এসব স্থানে
এডিস মশা ডিম পাড়ে।
টুনটুনি আদৃতা ওরফে হাতিপু চিকনগুনিয়া অনেক টেনশনে রয়েছেন। যেভাবে এই রোগটা চারিদিকে ছড়িয়ে
পড়ছে তাতে কোনদিন যদি তিনি এরোগে আক্রান্ত হন তাহলে সমাজে মুখ দেখাতে পারবেন না। বিষয়টি
নিয়ে আমরা তার সাথে কথা বলে বোঝানোর চেষ্টা করি যে, এটি কোন যৌন রোগ নয়। আর এই
রোগে লজ্জার কিছু নেই। পরে তিনি আমাদের জানান, “আরেহ সেটাতো আমিও জানি।
কিন্তু ভাই আপনারাই বলেন সবাই আমাকে জানে হাতিপু বলে। কারন আমার ফিগার হাতির মত।
এই ফিগারে চিকন গু মানায়?”