ঢাকায় নিষিদ্ধ করা হচ্ছে চট্টগ্রাম ও সিলেটের ভাষা
ঢাকাকে আধুনিকরণ ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে সরকার নিচ্ছে যথাযথ পদক্ষেপ। ২০২১
সালের মধ্যে ঢাকাকে বিশ্বের অন্যতম আধুনিক সরকার শহর হিসেবে গড়ে তুলতে চান বর্তমান
সরকার।
তবে শুধু বাহ্যিক সৌন্দর্যের দিকে নজর দিলেই হবেনা। কারণ ঢাকায় বহুমুখী ভাষার
ব্যবহার উন্নয়নে প্রধান বাধাঁ হিসেবে দাড়িঁয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিছু
কিছু ভাষা এতই দূর্বোধ্য যে, সেসব ভাষাকে ভিনগ্রহের ভাষা বলে আখ্যায়িত করেছেন ভাষাবিদ টেলি সামাদ। তিনি আরোও বলেন, ‘এসব ভাষা শুধু
ঢাকা শররেই নয় সমগ্র বাংলাদেশের জন্য হুমকিসরূপ। এসব ভাষার মধ্যে সিলেট এবং
চট্টগ্রামের ভাষা অন্যতম। আর তাই প্রাথমিকভাবে চট্টগ্রাম এবং সিলেটের ভাষা ঢাকায়
নিষিদ্ধ করা হচ্ছে। আগামী ঈদের পরে এই নিয়ম বাস্তবায়ন করা হবে। তবে ঠিক কোন ঈদের
পরে সেটা আগামী ঈদে জানিয়ে দেয়া হবে।