কুমিল্লার লোক অতিরিক্ত বালপাকনাঃ শিক্ষামন্ত্রী
এ বছরের
এসএসসিতে কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার। এবারের পাসের হার ৫৯ দশমিক ৩ শতাংশ।
গেলো বছর পাসের হার ছিল ৮৪ শতাংশ।
গণিত এবং ইংরেজিতে খারাপ করায় কুমিল্লা বোর্ডের পাসের হার কমেছে। বললেন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে পরীক্ষার ফল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ
কথা বলেন।
বালের কন্ঠ কে দেয়া একান্ত সাক্ষাতকারে শিক্ষামন্ত্রী বলেন, কুমিল্লার
লোক অতিরিক্ত বালপাকনা। তারা দুই লাইন বেশি বুঝে। আর সেজন্যেই তাদের বাঁশটা দেয়ার
উপযুক্ত সময় আর সুযোগ এটাই ছিল।
তবে কুমিল্লার মানুষ শিক্ষামন্ত্রীর ঠিক কি ক্ষতি করেছিলেন। আর কেনই বা
কুমিল্লার মানুষের উপর শিক্ষামন্ত্রীর এত ক্ষোভ তার কিছুই জানা যায়নি।