অতিরিক্ত রুটি মাংস খেয়ে চার হুজুরের মৃত্যু, অসুস্থ শতাধিক
পাপ থেকে সর্বান্তঃকরণে ক্ষমা প্রার্থনা করে নিষ্কৃতি
লাভের সৌভাগ্যের রাত আজ। দিবসের আলো পশ্চিমে মিলিয়ে যাওয়ার পরই শুরু হবে কাঙ্ক্ষিত
এই রজনী, পবিত্র শবে বরাত। বর্ণিত আছে যে, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি
পৃথিবীর নিকট আসমানে প্রকাশ পায়। তখন আল্লাহপাক বলতে থাকেন, আছে কি কেউ ক্ষমাপ্রার্থী? যাকে আমি ক্ষমা করব? আছে
কি কেউ রিজিক প্রার্থী? যাকে আমি
রিজিক প্রদান করব? আছে কি কেউ
বিপদগ্রস্ত? যাকে আমি বিপদমুক্ত করব?
কিন্তু আমাদের দেশে শবে
বরাত মানে যেন উৎসব। পোলাপান সারারাত নামাজ না পড়ে
বিড়ি টানে রাস্তায় ঘুরাঘুরি করে রাত শেষ করে দেয়। আর মাংস রুটি খাওয়া যেন একটা
প্রথায় পরিনত হয়েছে। প্রয়োজনের বেশি মাংস রুটি খেয়ে অনেকেই নামাজটাও ঠিকমত পড়তে
পারে না।
রাজধানী ঢাকার উত্তর বাড্ডায়
অতিরিক্ত মাংস রুটি খেয়ে চার হুজুরের মৃত্যু হয়েছে। এছাড়াও সারা দেশে শতাধিক মানুষ
অসুস্থ হয়ে পড়েছে।