হিরো আলমের করা সুরে গান গাইবেন তাহসান
মডেল এবং হিরো হিসেবে আলোড়ন
সৃষ্টিকারী হিরো আলম। দীর্ঘদিন ধরে নানা ভাবে বিনোদন দিয়ে আসছেন আমাদের। সেই
ধারাবাহিকতায় তার লেখা গানের প্রকাশ করতে যাচ্ছেন।
গোপন সূত্রে খবর পাওয়া
যায়, গানগুলোতে সুর তিনি নিজেই দিবেন কিন্তু গায়ক হিসেবে বেছে নিয়েছেন তাহসানকে। এলবামের
নাম চূড়ান্ত না হলেও প্রাথমিক ভাবে ‘একটা কতা তো শুনবে’ নির্বাচন করা হয়েছে। এ ব্যাপারে আলম বলেন, ‘তার গানগুলো কিছুটা মেয়েলি
ধাঁচের বলে তিনি তাহসানকে গায়ক হিসেবে বেছে নেন’।