চাকুরীচ্যুত হওয়ার পর বালের কন্ঠে সাংবাদিক হিসেবে যোগদান করলেন ফারহানা নিশো
![]() |
বালের কন্ঠ কার্যালয়ে ফারহানা নিশো |
বুধবার (১৭ মে) সকালে প্রতিষ্ঠানের মানবসম্পদ
বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি পাঠায় সকল বিভাগীয় প্রধানের কাছে। কোম্পানি সচিব ও মানব
সম্পদ প্রধান মো. আতিকুর রহমানের স্বাক্ষরিত অফিসের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া ঐ বিজ্ঞপ্তিতে
জানানো হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনুষ্ঠান প্রধান
জনাব ফারহানা শবনম নিশোকে কর্তৃপক্ষের আদেশক্রমে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
চাকরী হারিয়ে ফারহানা নিশো দিশেহারা হয়ে
পড়েন। তিনি এদিক সেদিক ছোটাছুটি করতে থাকেন আর বুক চাপড়ে আর্তনাদ করতে থাকেন। এক
পর্যায়ে তিনি মূর্ছা যান। জ্ঞান ফিরলে কেবল বাল বাল করতে থাকেন। পরে লোকজন তাকে
বালের কন্ঠের ষ্টাফ ভেবে বালের কন্ঠ কার্যালয়ে নিয়ে আসেন।
ফারহানা নিশোর প্রতি সদয় হয়ে বালের কন্ঠ
সম্পাদক তাকে কাজ করার সুযোগ করে দেন। তবে শর্ত হল বন্ধের দিন গুলোতে ওভারটাইম কাজ
করতে হবে আর মাঝে মাঝে লেটনাইট কাজ করতে হবে।