আমার চাচা নির্বাচক হলে আমিও সেঞ্চুরি করতে পারতামঃ শুভাগত হোম
চাচা আকরাম খানের জোরেই টিমে টিকে
আছে তামিম ইকবাল। নির্বাচক কমিটিতে থাকা চাচার জোরেই ভালো খেলে তামিম।
বর্তমান বাংলাদেশ টিমের ড্যাশিং
ওপেনার ও অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হলো তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে সবচেয়ে
বেশি সেঞ্চুরির মালিকও তিনি। তবে জানা গেছে এ সেঞ্চুরির পেছনে হাত রয়েছে তার চাচা
আকরাম খানের। এ বিষয়ে শুভাগত হোম বলেন আমার চাচা নির্বাচক হলে আমিও সেঞ্চুরি করতে
পারতাম।