ছেলেদের প্রতি আকর্ষণ বেশি থাকার কারণে বিচ্ছেদ তাহসান-মিথিলার
সম্প্রতি বিচ্ছেদ হয়েছে
নায়ক তাহসান ও গায়িকা মিথিলার সুখের সংসারের। এমন গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় কিছুদিন
থেকেই ঘুরপাক খাচ্ছে। তার পরে তাহসান নিজের মুখেই এর সত্যতা স্বীকার করেছেন। এ
ঘটনার পরে বালের কন্ঠ পত্রিকার রিপোর্টার অনুসন্ধানে নামে এর কারণ উৎঘাটনের জন্য। এ
অনুসন্ধানে কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এ বিচ্ছেদের ব্যপারে জিজ্ঞেস করলে
মিথিলা বলেন,'ওর (তাহসানের) ছেলেদের সাথে মেলামেশা বেশি ছিলো। ছেলেদের প্রতি ওর
আকর্ষণ বেশি ছিলো'। তবে এ ব্যাপারে তাহসান বলেন,'Men Will Be Men'। আর কিছু বলতে
রাজি হননি তাহসান।