সিঙ্গেলদের জন্য আসছে ‘পটাও’ সার্ভিস
কলেজ বা
ভার্সিটিতে ওঠার পরেও যারা প্রেম নামক বস্তুটির স্বাদ নিতে পারেননি তাদের একাকীত্ব
দূর করার জন্য আসছে প্রেমিক-প্রেমিকা শেয়ার অ্যাপ ‘পটাও’।
যাদের
একাধিক প্রেমিক-প্রেমিকা আছে তারাও প্রেমিক বা প্রেমিকা ভাড়া দিয়ে বাড়তি ইনকাম
করতে পারবেন।আর যাদের প্রেমিক বা প্রেমিকা নেই তারা ঘণ্টা চুক্তিতে ভাড়া নিতে
পারেন।
পটাও
অ্যাপ সম্পর্কে এর বিপণন ব্যবস্থাপক লাভার বয় মোকলেস জানান, আসলে এরকম একটি সার্ভিসের
প্রয়োজন আমাদের দেশে অনেক আগেই ছিল। আমি বাচ্চা বাচ্চা ছেলে-মেয়েদের দেখেছি একটা
বফ বা গফের আশায় ঘন্টার পর ঘন্টা ফেসবুকে বসে থাকে। তাদের হৃদয়ের হাহাকার কেউ শুনে
না। আবার অনেকেই একাধিক বফ বা গফ নিয়ে সারাক্ষণ টেনশনে থাকে। তাই এর মধ্যে একটা
সমতা আনা দরকার। এতে যার আছে সেও লাভবান হল আর যার নেই সেও লাভবান হল। লাভটা আসলে
আমাদের সবার। আর তাই আমাদের স্লোগান হল ‘লাভিং
বাংলাদেশ’।