এবার প্রকাশ্যে বিড়ি টানার হুমকি দিলেন মেয়েরা
রাস্তার মোড়, টং দোকান, শপিং মল, বাজার,
বাসা-বাড়ি এমনকি বাথরুমেও বিড়ি খেয়ে পরিবেশ নষ্ট করছে ছেলেরা। চলতি বাসও এর থেকে
রক্ষা পায়নি। দিনে দিনে যেন এর মাত্রা বেড়ে যাচ্ছে। পরিবেশবাদীরা আসংকা করছেন,
২০৫০ সালের মধ্যে ঢাকা শহর বিড়ি-সিগারেটের পুটকিতে ভরে যাবে। এর দায় কেবল ছেলেদের
নয়, মেয়েরাও দোষী। তবে এক জরিপে দেখা গেছে, মেয়েরা কেবল দামী ব্রান্ডটাই নিয়ে থাকে
যা পরিবেশে দূষণে ভূমিকা রাখে ৫%। অপরদিকে ছেলেরা সস্তার ব্রান্ড এমনকি বিড়ির
পুটকিতেও মুখ লাগায়, যা পরিবেশ দূষণে ভূমিকা রাখে ৯৫%। আর এতে সমান ক্ষতিগ্রস্থ
হচ্ছে নারী-শিশু সহ আবাল-বৃদ্ধ। অবিলম্বে এই স্বেচ্ছাচারিতা বন্ধ না হলে মেয়েরাও
এবার প্রকাশ্যে বিড়ি টানার হুমকি দিয়েছে।