সিঙ্গেল বলে অন্যের প্রেম সহ্য করতে পারেন না জিটিভির ক্যামেরাম্যান
ছোটবেলা
থেকেই অন্যের প্রেমে বা হাত ঢুকিয়ে দেয়ার ব্যপক প্রবণতা দেখা যায় গাজী টিভির
ক্যামেরাম্যানের। আর তাই এখনও সে অভ্যাস দেখা যায় তার মাঝে।
সম্প্রতি
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এবং বিপিএলে কাপলদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। চোখে না
পড়লেও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন গাজী টিভির ক্যামেরাম্যান বিশাল পাশা। তার
ক্যামেরা থেকে বাঁচতে পারেনি স্টেডিয়ামে উপস্থিত কোন কাপল। এ বিষয়ে বিশাল পাশাকে
জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, দীর্ঘ ৩৩ বছর ধরে তিনি সিঙ্গেল আর তাই অন্যের প্রেম
দেখলে তার পাশা জ্বলে। সেজন্য অভিভাবকদের নজরে আনেন কাপলদের। এতে করে বেশির ভাগের
ব্রেকআপ হয়ে গেলেও অনেকের বিয়ে হয়ে গেছে বলে জানা যায়।