সাকিবের বৌয়ের মত সুন্দরী বউ গ্যালারীতে থাকলে আমিও সেঞ্চুরী করতামঃ রশিদ খান
এবারের
বিশ্বকাপে সাকিব আল হাসান যেন নিজের সেরাটা দিয়ে খেলছেন মাঠে। ইংল্যান্ড আর ওয়েস্ট
ইন্ডিজের সাথে টানা ২ সেঞ্চুরীসহ ৪ ম্যাচেই করেছেন ৫০+ রান। সেই সাথে সবচেয়ে বেশি
রানও এবার তার। বল হাতেও দেখিয়েছেন জাদু।
এদিকে
সাকিবের এরকম অসাধারণ পারফমেন্সে মন খারাপ করেছেন আফগানিস্তানের শিশু ক্রিকেটার
রশিদ খান। যদিও তিনি নিজেকে বিশ্ব সেরা অল রাউন্ডার দাবি করেন। বালের কণ্ঠকে দেয়া
এক বিশেষ সাক্ষাটকারে তিনি বলেন, ‘আজ যদি
আমার একটা শিশিরের মত সুন্দরী বউ থাকতো আর সে গ্যালারীতে এসে আমাকে চিয়ার করতো
তাহলে আমিও ওরকম দু’চারটা সেঞ্চুরী মারতাম।